সারা দেশের ন্যায় সিলেটে পালিত হলো পবিত্র ঈদুল ফিতরের জামাত। ঈদুল ফিতরের দুই রাকাআত ওয়াজিব নামাজের মধ্য দিয়ে ধর্মীয়ভাবে শুরু হয়েছে পবিত্র এ দিবসটি।

এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হযরত শাহজালাল দরগাহ জামে মসজিদে। তবে মহামারী করোনা ভাইরাসের কারনে কয়েকশ বছরের প্রাচীন শাহী ঈদগাহ মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয় নি। সেইসাথে অনুষ্ঠিত হয়নি শহরতলির কোনো ঈদগাহেই মাঠে। নগরীর প্রত্যেক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নিয়ম মেনে সকল মুসল্লিই মাস্ক ব্যবহার করে মসজিদে আসেন। সাথে জায়নামাযও নিয়ে আসেন সবাই। কাতারে দাঁড়ানো সকলেই সামাজিক দূরত্ব মেনেই নামাজ আদায় করেন।

আজ সিলেটের শাহজালাল দরগাহ মাজার মসজিদে ঈদের নামাজের জামাআত দুইটি অনুষ্ঠিত হয়। প্রথমটি সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয়টি সাড়ে ৯টায়। এর একটিতে ইমামতি করেন হাফিজ মাওলানা আসজাদ আহমদ ও অপরটিতে হাফিজ মাওলানা হুজায়ফা হুসাইন। ঈদের জামাত শেষে মুনাজাতের মধ্যদিয়ে করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন মুসল্লিরা। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় আল্লাহর নিকট প্রার্থনা করা হয়।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *