২৪ঘন্টায় দেশে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২১ জন । নতুন করে শনাক্ত হয়েছেন ১১৬৬ ও নতুন সুস্থ হয়েছেন ২৪৫জন।
এ নিয়ে দেশে করোনা আক্রান্তে মোট মারা গেছেন ৫২২ জন ও শনাক্ত হয়েছেন ৩৬ হাজার ৭৫১ জন এবং সুস্থ হয়েছেন ৭হাজার ৫৭৯জন।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে নাসিমা সুলতানা এ তথ্য জানান।
সারাদেশে ৫,৪০৭ টি নমুনা পরীক্ষা করা হয় এতে শনাক্ত হয় ১১৬৬ জন এনিয়ে মোট শনাক্ত হয়েছেন ৩৬ হাজার ৭৫১ জনে এবং মোট মারা গেছেন ৫২২ জন।
এদিকে সিলেটবিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৬০২জন। এরমধ্যে সিলেট জেলায় ২৭৪ জন, সুনামগঞ্জ জেলায় ৮৯ জন, হবিগঞ্জ জেলায় ১৫৬ জন এবং মৌলভীবাজার জেলায় ছিল ৮৪ জন। সুস্থ হয়েছেন ১৫৯জন এবং মৃতের সংখ্যা দাড়ালো ১২ জন। এর মধ্যে সিলেটে ৯জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ২ জন।