নিজস্ব প্রতিবেদক::  সিলেটে বিভাগজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ১০০ জন এবং মারা গেছেন ৮৬ জন। আজ রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, ৪ টি জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে রোগির সংখ্যা বেড়েছে ৬০ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৪ জন, মৌলভীবাজার জেলায় ৩৬ জন্। এ সময় মৃতু্ হয়েছে ২ জনের। মৃত ২ জনই সিলেট জেলার।

এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ২৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৯৩ জন, সুনামগঞ্জ জেলায় ৪৯ জন, হবিগঞ্জ জেলায় ৭৪ জন, মৌলভীবাজার জেলায় ১৭ জন।

সবমিলিয়ে সিলেটবিভাগজুড়ে আক্রান্ত মোট ৫ হাজার ১০০ জন ও মারা গেছেন ৮৬ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ৫১৩ জন, সুনামগঞ্জ জেলায় ৬১০ জন, হবিগঞ্জ জেলায় ২৯৮ জন, মৌলভীবাজার জেলায় ২৭৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, আজ সকাল পর্যন্ত মোট শনাক্তদের মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত ২ হাজার ৭৫৮ জন, সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ৬২ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ৭৫৮ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৫২২ জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *