আর্ন্তজাতিক ডেস্ক::   ইরানে গত দু’সপ্তাহ ধরেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় রহস্যজনক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা একের পর এক ঘটছে।

দেশটির নাতানজে পারমাণবিক কেন্দ্রে আগুন লেগে জুলাইয়ের শুরুতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছিল। এক সপ্তাহের মধ্যেই আবারও রহস্যজনক বিস্ফোরণে কেঁপে উঠল ইরান। এবার দেশটির রাজধানী তেহরানের দক্ষিণে একটি অক্সিজেন ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গতকাল (মঙ্গলবার) এই দুর্ঘটনায় অন্তত দুইজন প্রাণ হারিয়েছেন এবং আরও তিন শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

বিস্ফোরণটি এতোই শক্তিশালী ছিল যে পাশের কারখানাটিও এতে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আমিন বাবাই নামে স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে কাতারভিত্তিক আর্ন্তজাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রাজধানী তেহরান থেকে ২৩ কিলোমিটার দূরবর্তী বাকেরশাহর শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন অক্সিজেন ট্যাঙ্ক পরিবহনের সময় কিছু শ্রমিকের অবহেলার কারণেই এ বিস্ফোরণ ঘটে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *