নিজস্ব প্রতিবেদক::  সিলেটে গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ১৪৮ জন।

আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, ৪ টি জেলার মধ্যে সিলেট জেলায় ১২২ জন, সুনামগঞ্জ জেলায় ১৪ জন, হবিগঞ্জ জেলায় ১১ জন, মৌলভীবাজার জেলায় ১ জন সনাক্ত।

এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ২১৫ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৮৪ জন, সুনামগঞ্জ জেলায় ৪৮ জন, হবিগঞ্জ জেলায় ৫৬ জন, মৌলভীবাজার জেলায় ২৭ জন।

সবমিলিয়ে সিলেটবিভাগজুড়ে আক্রান্ত হয়েছেন মোট ৬ হাজার ৮৯০ জন ও মারা গেছেন ১২১ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৮৫৫ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ৯২৯ জন, সুনামগঞ্জ জেলায় ৯৮৫ জন, হবিগঞ্জ জেলায় ৪৯৮ জন, মৌলভীবাজার জেলায় ৪৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত মোট শনাক্তদের মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত ৩ হাজার ৬২২ জন, সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ৩২৯ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৯ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৮৭০ জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *