নিজস্ব প্রতিবেদক ::  সিনিয়র সাংবাদিক এডভোকেট মুহাম্মদ তাজ উদ্দিনের মাতা মোসাম্মাত খায়রুন্নেসা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

গত মঙ্গলবার (২১ জুলাই ২০২০) দিবাগত রাত পৌনে ১২টায় নগরীর দক্ষিন সুরমার মুমিনখলায় নিজ বাসায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি ২ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এক শোক বার্তায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান সিসিক মেয়র।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *