আর্ন্তজাতিক ডেস্ক ::   বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস স্বাতন্ত্র্য ও নিরপেক্ষতা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর করা মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

মাইক পম্পেওর যুক্তরাজ্য সফরকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানকে ‘চীনের কেনা লোক’ বলেছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমে খবর বের হওয়ার পর গেব্রিয়েসুস এই প্রতিক্রিয়া জানালেন।

জেনেভায় গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পম্পেওর ঐ মন্তব্য নিয়ে গেব্রিয়েসুস বলেন, ‘তার (পম্পেও) মন্তব্য সঠিক নয়। তা মেনেও নেওয়া যায় না। এমন কথা ভিত্তিহীন। আমাদের এই পুরো সংস্থা একটি দিকেই মনোনিবেশ করেছে, আর তা হচ্ছে মানুষের জীবন বাঁচানো। এ সমস্ত মন্তব্যে ডব্লিউএইচও এই কাজে মনোযোগ হারাবে না। আন্তর্জাতিক সম্প্রদায় মনোযোগ হারাক তা আমরা চাই না।’

করোনা ভাইরাসের এই চলমান সংকটে ‘মহামারির রাজনীতিকরণই’ সবচেয়ে বড় হুমকি বলেও গেব্রিয়েসুস সতর্ক করে দেন।

তিনি বলেন, ‘কোভিড-১৯ কোনো সীমানা, আদর্শ কিংবা রাজনৈতিক দল মানে না। তাই রাজনীতিকে এখন কোয়ারেন্টাইনে রাখা উচিত।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *