ডায়ালসিলেট ::সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মাদক চোরাকারবারী ছালেহ আহমদকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ তার কাছ থেকে ২০৫ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় গোয়েন্দা গ্রেফতারকৃত ছালেহ সিলেটের ফেঞ্চুগঞ্জ ছত্রিশ গ্রামের মৃত মিনার আলীর ছেলে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে গোয়েন্দা পুলিশের একটি দল কোতোয়ালি থানাধীন পূর্ব কাজিরবাজার থেকে তাকে প্রাইভেট কারসহ (ঢাকা মেট্রো গ- ১২-৮৯৫৭) গ্রেফতার করে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে কোতোয়ালি থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। গ্রেফতারকৃত ছালেহ বিরুদ্ধে মাদক মামলাসহ মহানগর পুলিশের বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ছালেহ পেশাগত মাদক ব্যবসায়ি। মহানগর এলাকার মাদক ও চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এছাড়া সে মাদক সেবন এবং মাদক পরিবহন ও বিক্রয়ের সাথে জড়িত। তার সহযোগীদের সহায়তায় চোরাচালানের মাধ্যমে ভারত হতে পেয়াজ, আলু, চা পাতা, সুপারি, কসমেটিক্স, ভারতীয় বিড়ি/সিগারেটসহ বিভিন্ন ভারতীয় পন্য সিলেট শহরে নিয়ে আসে এবং সিলেট শহরসহ দেশের বিভিন্ন প্রান্তে তা সরবরাহ করে থাকে।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার (গণমাধ্যম)।

এ/১৪

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *