স্পোর্টস ডেস্ক::সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজমের হাতে এখন পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের ব্যাটন। গত জানুয়ারিতে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে অধিনায়ক বাবরের যাত্রা শুরু। তৃতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজটি ২-০তে জেতে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে হয়েছিলেন সিরিজ সেরা খেলোয়াড়। ওয়ানডেতে এখনো নেতৃত্ব দেয়া হয়নি তার। শুরুটা দারুণ করলেও এবার ‘আসল’ পরীক্ষা দিতে চলেছেন অধিনায়ক বাবর। ইংল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে আজ অধিনায়ক হিসেবে দ্বিতীয় সিরিজে নেতৃত্ব দেবেন তিনি। ম্যানচেস্টারে ইংল্যান্ড-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি শুরু রাত ১১টায়।

করোনা পরবর্তী ক্রিকেট ফেরার পর এটাই প্রথম টি-টোয়েন্টি সিরিজ।
ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি রেকর্ড উজ্জ্বল নয়। ১৫ সাক্ষাতে পাকিস্তানের জয় মাত্র ৪ ম্যাচে। টি-টোয়েন্টিতে দু’দলের শেষ দেখায় ২০১৯’র মে’তে এউইন মরগানের হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে জেতে ইংল্যান্ড। টি-টোয়েন্টিতে গত বছর ১০ ম্যাচের মাত্র ১টিতে জয় পায় পাকিস্তান। শেষ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারায় ইংলিশরা।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতেও টেস্ট স্কোয়াডের কেউ নেই। টেস্ট দলের চেয়ে অভিজ্ঞতার দিক দিয়ে এগিয়ে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড। মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকদের সঙ্গে একাদশে দেখা যেতে পারে টেস্টে সিরিজ সেরা হওয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডের উইকেট থেকে সহায়তা পেয়ে থাকেন স্পিনাররা। দুইজন করে স্পিনার খেলাতে পারে দু’দলই। ইমাদ ওয়াসিম ও শাদাব খান দু’জনেরই খেলার সম্ভাবনা শতভাগ। ইংলিশ স্পিন আক্রমণে আদিল রশিদের সঙ্গে মঈন আলী। পেস আক্রমণে মোহাম্মদ আমিরের সঙ্গে জুটি বাঁধবেন ওয়াহাব রিয়াজ। তৃতীয় পেসার হিসেবে থাকবেন শাহীন শাহ আফ্রিদি। ইংলিশ গ্রীষ্মে ক্রিকেট আর বৃষ্টির পুরনো সম্পর্কটা বজায় থাকবে আজকের ম্যাচেও। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যানচেস্টারে। তবে সেটার মাত্রা কম থাকবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *