সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধু গণধর্ষণ মামলার ৬ আসামীকে ডিএনএ পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে আনা হয়।
বৃহস্পতিবার বেলা ১২টায় দিকে মামলার আসামী সাইফুর রহমান, অর্জুন লস্কর, রনি, রবিউল ইসলাম, আইনুদ্দিন ও রাজনকে ডিএনএ পরীক্ষা করার জন্য আনা হয়। পরে দুপুর ১টার দিকে আসামীদের পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। রাত সাড়ে ৮টার দিকে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।