ডায়ালসিলেট::

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ ও নতুন টার্মিনাল ভবনের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সংসদ নির্বাচনে সিলেটবাসীকে দেওয়া অঙ্গীকার আজ বাস্তবে রূপ পেতে এটির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন ঘোষণা করেন।
ওসমানী বিমানবন্দরে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
এসময় তিনি বলেন- সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান মন্ত্রী।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপির সভাপতিত্বে ও সিনিয়র সচিব মো. মহিবুল হকের পরিচালনায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সরকারের বিভিন্ন স্থরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *