ডায়ালসিলেট::

সিলেট নগরীতে ছিনতাই হওয়ার সাড়ে ৬ঘন্টার মধ্যে অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে আটক লুণ্ঠিত অর্থ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নগরীর ধোপাদিঘীর দক্ষিণপাড়স্থ ওসমানী শিশু পার্কের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন সুজন আহমদ (২২) নামের এক পথচারী। ছিনতাইকারীরা অস্ত্রেরমুখে তার সঙ্গে থাকা নগদ অর্থ, মোবাইল সেট ও রুপার চেইন ছিনিয়ে নেয়।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞার দিক নির্দেশনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র)/আকবর হোসাইন ভূইয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। অভিযানকালে ওইদিন সন্ধ্যা পোনে ৭টার দিকে ক্বীনব্রিজের আশপাশ এলাকা থেকে চিহ্নিত তিন ছিনতাইকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলো-সামছুল মাহমুদ রকি (২৫) পিতা- কিরণ মিয়া মাতা- রুপালী বেগম, গ্রাম- ইব্রামিপুর, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মনবাড়িয়া বর্তমান: গ্রাম- কালীঘাট (মতসিন আলীর বিল্ডিং) থানা- কোতোয়ালি, সিলেট: আতিফ ইসলাম রিজবী (২১) পিতা- মিজান উদ্দিন মাতা- মোছাঃ জেবুন বেগম, গ্রাম- মেন্দিবাগ (নোয়াগাঁও) থানা- শাহপরাণ (রঃ) সিলেট বর্তমান: গ্রাম- তোপখানা (সরকারি কোয়ার্টার্স পানির পাম্প) থানা- কোতোয়ালি, সিলেট ও হুমায়ুন আহমদ জনি (২২) পিতা-ফয়জুল করিম মাতা- সেফা বেগম, গ্রাম- মন্ডলপুর, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ বর্তমান: গ্রাম- লন্ডনী রোড (বাসা নং-১) থানা- এয়ারপোর্ট, জেলা-সিলেট।

আটককৃতদের নিকট ছিনতাইকৃত নগদ ১৭হাজার টাকাসহ একটি রুপার চেইন এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি একটি চাকু উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে সুজন আহমদ (২২) বাদি হয়ে থানায় এজাহার দায়ের করলে কোতোয়ালি মডেল থানার মামলা নং-০১, তাং-০১/১০/২০২০খ্রিঃ, ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন সংশোধনী ২০১৯ এর ৪/৫ রুজু করা হয়।

এ মামলায় ধৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *