বিনেোদন ডেস্ক::কয়েকদিন আগেই নারীবিদ্বেষ নিয়ে মুখ খুলেন শাহরুখ কন্যা সুহানা খান। নিজের সোস্যাল হ্যান্ডেলে এবার বর্ণবিদ্বেষ নিয়ে সরব হলেন বলিউড বাদশার মেয়ে। গায়ের রঙ নিয়ে কটাক্ষ বন্ধ করতে আহ্বান করেন তিনি। সুহানা জানান, মাত্র ১২ বছর বয়সে গায়ের রঙ নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাকে। গায়ের রঙের জন্য ‘কুৎসিত’ বলে আক্রমণ করা হয়েছিল। যদি কাউকে কখনো কটাক্ষের মুখে পড়তে হয়, তাও আবার আশপাশের মানুষের কাছ থেকে, তাহলে সেটা দুঃখজনক বলে মন্তব্য করেন সুহানা। তার মতো এমন অনেকেই রয়েছেন, যাদের গায়ের রঙ বাদামি। তাই ওই রঙ নিয়ে তাকে কটাক্ষ করার বা তাকে নিয়ে সমালোচনা করার কোনো কারণ নেই বলেও জোরালো বার্তা দেন শাহরুখ কন্যা।

পাশাপাশি কারও গায়ের রঙ অন্যরকম হলে, তাকে ‘কালা’ বা ‘কালি’ বলে ডাকা বন্ধ করুন বলেও মন্তব্য করেন সুহানা। বর্তমানে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সুহানা খান। ইংল্যান্ডের অরডিংলি কলেজ থেকে স্নাতক হওয়ার পর নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সুহানা। সমপ্রতি ‘গ্রে পার্ট অফ ব্লু’ নামে একটি শর্ট ফিল্মেও অভিনয় করতে দেখা যায় তাকে। পড়াশোনার পাশাপাশি একটি ম্যাগাজিনের ফটোশুটও করেছেন তিনি। কিন্তু বলিউডে কবে থেকে পাকাপাকিভাবে আসছেন, সে বিষয়ে এখনো কিছু স্পষ্টভাবে জানা যায়নি। তবে চলচ্চিত্র পরিচালক করণ জোহর নাকি ইতিমধ্যেই সুহানা খানকে দিয়ে অভিনয় করানোর কথা ভাবছেন। তবে শাহরুখ স্পষ্ট জানিয়েছেন, পড়াশোনা শেষ করার পর তবেই অভিনয় জগতে পা রাখবেন তার মেয়ে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *