ডায়ালসিলেট::সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় সাময়িক বরখাস্তকৃত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে দ্বিতীয় দফায় তিনদিনের রিমান্ডশেষে আদালতে আনা হয়েছে। বুধবার বেলা দেড়টার দিকে তাকে আদালতে আনা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি)-এর সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই’র পরিদর্শক মুহিদুল ইসলাম তাকে আদালতে হাজির করেন। আদালতে টিটু স্বীকারোক্তি দিতে পারেন বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।
গত ২৫ অক্টোবর টিটুকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেয়া হয়।
