নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর আখালিয়া সুরমা আবাসিক এলাকায় জান্নাত আক্তার (১৭) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালের দিকে আখালিয়া সুরমা আবাসিক এলাকায় ডা. ওয়েছ চৌধুরী ও ডা.জামিলা খাতুন চৌধুরী দম্পতির বাসা থেকে গৃহকর্মী জান্নাত আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
গৃহকর্মী জান্নাত আক্তার কোম্পানীগঞ্জ উপজেলার বতুমারা গ্রামের আবদুল মালিকের মেয়ে। গত কয়েক বছর ধরে ডাক্তার দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিল। তবে জান্নাতের পরিবারের দাবি, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
এ ব্যাপারে জান্নাতের ছোট ভাই আল-আমিন জানায়, তার বোনকে কাজ করার পাশাপাশি বাসায় রেখে পড়ালেখা করানোর দ্বায়িত্ব নেন ডাক্তার দম্পতিরা। তবে সে আত্নহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে।
পরে লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা রুজু করার প্রস্তুতি চলছে।