নিজস্ব প্রতিবেদক :: সিলেটে বিভাগজুড়ে  গত ২৪ঘন্টায় করোনা আক্রান্তে সনাক্ত হয়েছেন ৩৬জন । এতে   সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন। আজ শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৫জন ,সুনামগঞ্জ জেলায় ১, হবিগঞ্জ জেলায় ৫ জন এবং এসওএমসিএইচ ৫জন হয়েছেন।

এ নিয়ে সিলেটবিভাগজুড়ে করোনা আক্রান্তে মোট শনাক্ত হয়েছেন ১৩হাজার ৬৪২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৬৩১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪০৮, হবিগঞ্জে ১ হাজার ৮২০ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৭৮৩ জন।

সিলেটবিভাগে বর্তমানে ভর্তি রোগী আছেন ৬৫ জন। এর মধ্যে সিলেটে ৫৬, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৫ জন।

এ পর্যন্ত করোনায়  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ১৫৫ জন। এর মধ্যে সিলেটে ৬ হাজার ৬৩৫ সুনামগঞ্জ ২হাজার ৩৪২জন, হবিগঞ্জ ১হাজার ৫১৭ জন এবং মৌলভীবাজারে ১হাজার ৬৬১জন।

সিলেটবিভাগজুড়ে করোনায় আক্রান্তে মৃতের সংখ্যা ২৩০জন। তার মধ্যে সিলেটে ১৬৮জন, সুনামগঞ্জ ২৫জন, হবিগঞ্জে ১৬জন, মৌলভীবাজার ২১জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *