ডায়ালসিলেট ডেস্কঃঃ

চলমান কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় আগামী ১৪ নভেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে ছুটি বাড়ানোর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামী বছরে এস এস সি বা এইচ এস সি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই ছুটির পর পরিস্থিতি কিছুটা অনুকূলে আসা সাপেক্ষে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার চিন্তাভাবনা চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী। উক্ত ভার্চুয়াল ব্রিফিংয়ে অংশ নেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুকসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। অনলাইনে পাঠদান চললেও একে একে বন্ধ করা হয় পিএসসি, জেএসসি এবং সবশেষ এইচএসসি পরীক্ষা। মাধ্যমিক পর্যায় পর্যন্ত নেয়া হয় অটোপাসের সিদ্ধান্ত। এ অবস্থায় এবারে বছরের শুরুতে একযোগে সারাদেশের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার জাঁকজমকপূর্ণ বই উৎসব আয়োজনের বিষয়টি নিয়ে ভার্চুয়াল ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, গত বছরগুলোর মতো এবার বই উৎসব হচ্ছে না, বিকল্প উপায়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের কেউ কেউ অটোপাস চাচ্ছেন বলে মন্তব্য করে দীপু মনি বলেন, পরীক্ষা ছাড়া তাদের মূল্যায়ন করা ঠিক হবে না। কারণ অনার্স শেষ করে কর্মজীবনে প্রবেশ করবে তারা। এ সময় অটোপাস দেয়া বলে কর্মজীবন ঝুঁকিতে পড়বে। তাদের পরীক্ষা দেয়ার প্রস্তুতি রাখার আহ্বান জানান তিনি।

এদিকে স্কুল খোলার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। কেউ বলছে, ঘরবন্দি জীবন শেষে কবে ফিরতে পারবেন বিদ্যালয়ের খোলা মাঠে, আবার কেউবা ভুগছেন করোনা আতঙ্কে।

বিশ্লেষকরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আরও পর্যালোচনা করা প্রয়োজন। শিক্ষাবিদ ড. আবদুস সালাম বলেন, যেহেতু শীতে করোনার সেকেন্ড ওয়েভ আসার আশঙ্কা রয়েছে, তাই স্কুল খোলার আগে বিষয়টি ভালোভাবে পর্যালোচনা করা দরকার।

এছাড়াও সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে উন্নত বিশ্বের দেশগুলোর পদক্ষেপ অনুসরণ করার তাগিদ দেন তিনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *