ডায়াল সিলেট ডেস্কঃঃ
‘স্বাধীনতার জন্য ইজ্জত হারাইলাম, স্বজন হারাইলাম। কিন্তু অপমান ছাড়া কিছুই পাইলাম না। একটু সাহায্যের জন্য যে যেখানে বলেছে, দৌড়াই গেছি। কিন্তু কিছুই পাই নাই। ৪৪ বছর ধইরা বস্তিতে পইড়া রইলাম, দেখার কেউ নাই!’ নাজমা বেগমের মিরপুরে মিল্কভিটা বস্তিতে কেমন আছেন জানতে চাইলে কান্নাজড়িত কণ্ঠে ভোরের কাগজের সঙ্গে এভাবেই তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। তারিখ-(শুক্রবার,৪ ডিসেম্বর,২০১৫)।
গত শনিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীরাঙ্গনা নাজমা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন শেখের স্ত্রী বীরাঙ্গণা নাজমা বেগম রাজধানীর ধানমন্ডি কিডনি এবং জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি কয়েকদিন যাবত কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। জীবন সায়াহ্নে এসে টাকার অভাবে চিকিৎসা করতে না পেরে মৃত্যুর সাথে লড়ছিলেন নাজমা বেগম। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
উল্লেখ্য, নাজমা বেগমের নাম বিয়ের আগে ছিল কানন বালা। স্বাধীনতার পর মোশাররেফ হোসেনকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। বিয়ে করার অপরাধে পরিবার-গ্রাম ছারতে হয় তাদের। গোপালগঞ্জ থেকে আসা এই মুক্তিযোদ্ধা পরিবারের আশ্রয় হয়েছিলো মিরপুরের ১০নং বস্তিতে।