ডায়ালসিলেট ডেস্ক::

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (২ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতার প্রত্যেকেই মাদক বিক্রি ও সেবনের দায়ে জড়িত। অভিযানে গ্রেফতার আসামিদের কাছ থেকে ৮ হাজার ১৪ পিস ইয়াবা, ১৫৩ গ্রাম ১৯৫ পুরিয়া হেরোইন, ১৮ কেজি ২৫৬ গ্রাম ১৯০ পুরিয়া গাঁজা, ২৭ বোতল বিদেশি মদ, ২৩৮ বোতল ফেনসিডিল ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *