স্প্যানিশ ক্লাবটি সোমবার এক বিবৃতিতে জানায়, রোববার নেওয়া নমুনায় ২২ বছর বয়সী এই ফুটবলারের ফল পজিটিভ এসেছে। দলের বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফদের ফল নেগেটিভ এসেছে বলেও জানানো হয় বিবৃতিতে। মারিয়ানো দিয়াসের পর রিয়ালের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হলেন মিলিতাও।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে মঙ্গলবার ইন্টার মিলানের বিপক্ষে স্বাভাবিকভাবেই তাকে পাবে না রিয়াল।
ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলের দ্বিতীয় ফুটবলার হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হলেন মিলিতাও।
এর আগে আক্রান্ত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ডিফেন্ডার আলেক্স তেলেস।