হকার্সদের পুনর্বাসনের দাবী ও রাতের অন্ধকারে নিয়ে যাওয়া হকার্সদের মালামাল ফেরত এবং হকার্সদের মারধরের প্রতিবাদে সিলেট মহানগর হকার্স ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বেলা ২টায় বিক্ষোভ মিছিলটি সাবরেজিষ্ট্রারী মাঠ থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর হকার্স ঐক্য কল্যান পরিষদের সভাপতি মোঃ রকিব আলীর সভাপতিত্বে ও যুগ্ম সাবারন সম্পাদক মোঃ দিপু আহমেদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা রকিবুল আলম, সাধারণ সম্পাদক মোঃ খোকন ইসলাম, সহ সভাপতি মোঃ চান মিয়া, সহ সভাপতি মোঃ শাহজাহান সাজু, সহ সভাপতি মোঃ রুহুল আমীন রুবেল, সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি জানে আলম, সহ সভাপতি মোঃ আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, সহ সাধারন সম্পাদক মোঃ মতিন আহমদ, সহ সাধারন সম্পাদক পিয়ার হোসেন, সহ সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসরাত জাহান খোকন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাহিন আহমদ, মোঃ মনু মিয়া, মোঃ আনোয়ার হোসেন, মোঃ কাবুল মিয়া, অর্থ সম্পাদক মোঃ রফিক মিয়া, দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান আহমদ, প্রচার সম্পাদক মোঃ ফকির হোসেন, সহ প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ রুমন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ কিবরিয়া আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ তারেক আহমেদ, মোঃ আবু সালাম, মোঃ কিতাব আলী, মোঃ হাছান, মোঃ খলিল মিয়া, মোঃ ফয়সাল আহমদ, মোঃ সাজু, মোঃ একরাম উদ্দীন, মোঃ গেদু মিয়া প্রমুখ।
সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। প্রতিদিনের রোজগার দিয়ে আমাদের সংসার চলে। সিটি কর্পোরেশনের নির্দেশনা অনুযায়ী ৫ পরে ব্যবসা করার কথা থাকলেও আমরা সন্ধার পর ব্যবসায় বসি। এরপরও রাতের অন্ধকারে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী আমাদের হকার্সদের বিনা অপরাধে মারধর ও মালামাল নিয়ে যান, যা খুবই দুঃখজনক। যদি দ্রুত আমাদের পুনর্বাসন ও মালামাল ফেরত না দেওয়া হয় আগামীকাল থেকে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচী অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *