ডায়ালসিলেট ডেস্ক::

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকায় পর্যটন বিলাস নামক একটি রিসোর্ট থেকে এক মহিলাসহ ৫ খদ্দরকে আটক করেছে থানা পুলিশ।

শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় পুলিশ ফোর্স এর সহযোগিতায় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করেন।

উপজেলার উত্তরসুর এলাকায় অবস্থিত জনৈক লুৎফর মিয়ার পর্যটন নিবাস থেকে আটককৃতরা হলেন- উপজেলার লালবাগ গ্রামের আব্দুল হামিদের ছেলে জমেল মিয়া (১৯), কালাপুরের ছকিল মিয়ার ছেলে মিনহাজ মিয়া (১৭),লইয়াকুল গ্রামের আব্দুল হাসিমের ছেলে ছামাদ মিয়া (২৮),মৌলভীবাজার সদরের উত্তর কলিমাবাদ গ্রামের ওয়ারিছ মিয়ার ছেলে মোস্তফা মিয়া (২১), বিরাইমাবাদ গ্রামের আবু সাইদের ছেলে সাইফুল ইসলাম ২২) ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের খেলু মিয়ার ছেলে মাহিয়া মাহি (২২)।

পুলিশ জানায়, অভিযানকালে রির্সোট থেকে জুয়া খেলার সরমঞ্জাম ও ইয়াবা সেবনের সামগ্রীও উদ্ধার করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *