ডায়ালসিলেট::
সিলেট বিয়ানীবাজার সড়কের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকায় ট্রাকের পেছনে মাইক্রোবাসে ধাক্কায় বাসের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে গাড়িতে আগুন ধরে যায়। এতে ভস্মিভূত হয়ে ঘটনাস্থলেই কারযাত্রী তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরও ৪ যাত্রী আহত হয়েছেন।
আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তিনজনের মৃতদেহ মাইক্রোবাস থেকে উদ্ধার করে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত ৩ জন মারা গেছেন। এতে আর ৪ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের পরিচয় জানা যায়নি। তিনি জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষের পর মাইক্রোবাসে থাকা গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরন ঘটে এবং আগুন ধরে যায়।