ডায়ালসিলেট::
সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন মেঘেরগাঁও এলাকা থেকে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় জালালাবাদ থানার একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সালেহ আহমদ (৩৫) গোয়াইনঘাট উপজেলার বহর গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অকিল উদ্দিন আহম্মদ। সালেহ আহমদকে আদালাতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।