ডায়ালসিলেট ডেস্ক::

ইংরেজি নতুন বছরকে বরণ করতে গিয়ে বসনিয়ার একটি ফ্ল্যাটে ৪ কিশোর এবং ৪ কিশোরীর মৃত্যু হয়েছে। কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় তাদের এমন পরিণতি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা গেছে।

সিএনএন বলছে, স্থানীয় সময় শুক্রবার সকাল দশটায় পুলিশ ওই বাড়িতে গিয়ে আটজনের লাশ উদ্ধার করে।

আঞ্চলিক ‍পুলিশ কমিশনার মিলান গ্যালিক এন১-কে জানিয়েছেন, ভুক্তভোগী আটজনই স্থানীয়। তাদের বয়স ১৮’র আশপাশে।

পুলিশ বলছে, ‘খুব সম্ভবত তারা নিশ্বাস না নিতে পেরে মারা গেছে। তদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।’

প্রতিবেশী বন্ধুরা শুক্রবার সকালে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের শুভেচ্ছা জানাতে গিয়ে মৃত অবস্থায় শনাক্ত করে।

স্থানীয় পৌরসভার ফেইসবুকে মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে দোকানপাট বন্ধ রাখার আহ্বান  জানানো হয়েছে।

বসনিয়া এবং ক্রোয়েশিয়ার শীর্ষ কর্মকর্তারা ২ জানুয়ারি জাতীয় শোক ঘোষণার প্রস্তাব করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, পার্টির সময় বাড়ি গরম রাখতে ভুক্তভোগীরা জেনারেটর ব্যবহার করছিলেন। সেখান থেকে কোনোভাবে কার্বন মনোক্সাইড লিক হয়ে থাকতে পারে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *