ডায়ালসিলেট::সিলেটে ক্রমশই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে সুস্থততার হারও। ইতোমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১৫ হাজারে ছাড়িয়েছে। আর সুস্থ হয়েছেন সাড়ে ১৪ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৬ জন। এসময়ে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে সিলেট জেলায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

নতুন শনাক্তদের মধ্যে ১১ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া হবিগঞ্জের ৩ জন এবং মৌলভীবাজার জেলায় ১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ রবিবার (৩ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ৫৩৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯ হাজার ১৭৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫১৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৬২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৮৩ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ২৬৩ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২০১ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ১৪ হাজার ৫৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৭৭০ জন, সুনামগঞ্জের ২ হাজার ৪৭১ জন, হবিগঞ্জের ১ হাজার ৬০২ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৭৪১ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ৩৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৪ জন, সুনামগঞ্জ ২ জন এবং হবিগঞ্জের হাসপাতালে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ জন। এসময়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *