ডায়ালসিলেট ডেস্ক::

ভারত থেকে আরো ৫০ লাখ ভ্যাকসিন আগামীকাল সোমবার দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।এই ৫০ লাখ ভ্যাকসিন সরকারিভাবে কেনা বলে জানান তিনি। রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামীকাল চুক্তি অনুযায়ী আরো ৫০ লাখ ভ্যাকসিন দেশে আসবে। আগের উপহারের ২০ লাখসহ এই ৭০ লাখ ভ্যাকসিন রাখা ও বিতরণের সব প্রস্তুতি ইতিমধ্যেই নেয়া হয়েছে।

এর আগে গত ২০শে জানুয়ারি দেশে আসে ভারত সরকারের উপহার দেয়া ২০ লাখ কোভিশিল্ড ভ্যাকসিন। সেরাম থেকে অক্সফোর্ড-অ্যস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড নামের এই ভ্যাকসিন দেশে সরবরাহ করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *