ডায়ালসিলেট ডেস্ক::

প্রথম ধাপের নির্বাচনে সিলেট বিভাগের তিন পৌরসভায় নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। গতকাল রবিবার সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি আনুষ্ঠানিকভাবে তাদেরকে শপথবাক্য পাঠ করান।

জানা যায়, সকাল ১০টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীসহ সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলররা শপথ নেন। সকাল ১১টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমেদ অলিসহ সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলররা শপথ নেন। এদিকে বেলা ১টায় শপথ নেন সুনামগঞ্জের দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়সহ সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলররা। শপথ অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে সিলেট বিভাগের মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *