ডায়ালসিলেট ডেস্ক::

সুনামগঞ্জে বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু ও মাদক এবং বাংলাদেশ থেকে পাচাকালে মটর ডালের চালান জব্দ করেছে বিজিবি।

সোমবার ও এর আগের দিন রোববার বিজিবির টহল দল পরিত্যাক্ত অবস্থায় চোরাচালান জব্দ করে।

এরমধ্যে সোমবার তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে বিজিবির লাউরগড় বিওপির টহল দল ৯৩ বোতল ভারতীয় মদ আটক করে।

একইদিন বিশ্বম্ভরপুরের ধনপুর ইউনিয়নের রাজাপাড়া থেকে ভারতে পাচারকালে ৩০০ কেজি বাংলাদেশী মটর ডাল জব্দ করে চিনাকান্দি বিওপির টহল দল।

এর আগে রোববার সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীরনগর ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে দু’টি ভারতীয় গরু জবাদ করে বিজিবির নারায়ণতলা বিওপির টহল দল।

জব্দকৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং ভারতীয় গরু ও বাংলাদেশী মটর ডাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ২৮ বিজিবি সুনামগঞ্জ’র অধিনায়ক মো. মাকসুদুল আলম, পিবিজিএম।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *