ডায়ালসিলেট ডেস্ক ::

সিলেট মহানগর আওয়ামী লীগের নব-নির্বাচিত সহ সভাপতি ফয়জুল আনোয়ার আলোয়ারকে মীর হ্যাল্পিং হ্যান্ড ইউকে’র চেয়ারম্যান জসীম উদ্দিন জিলহাদ ও মীর হ্যাল্পিং হ্যান্ড ইউকে’র পরিবারের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কাজীটুলাস্থ তার নিজ বাসভবনে এই সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় সংবর্ধিত অতিথির বক্তব্যে ফয়জুল আনোয়ার আলোয়ার বলেন, মীর হ্যাল্পিং হ্যান্ড ইউকে সমাজের অসহায় মানুষের ভাগ্যোন্নয়নের কাজ করে যাচ্ছে। এই সংগঠন বৈশি^ক করোনা মহামারিতেও তাদের সহযোগিতার হাত অব্যাহত রয়েছে। বৈশি^ক মহামারির সময়ে প্রবাসীরা বিদেশের মাটিতে থেকে নিজ দেশের মানুষের কথা স্মরণ রেখে এখন কাজ করছেন। মীর হ্যাল্পিং হ্যান্ড ইউকে’র সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি তিনি সমাজের অন্যান্য সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানান।

সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন, এলাকার মুরব্বী সুলেমান খান বাইচ্ছা, মীর ফরহাদ, আরেফ আহমদ, জুসেফ আহমদ, সাদী আহমদ, শামীম খান, আব্দুর রহিম রিপন, মকবুল হোসেন, দিলওয়ার হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *