ডায়ালসিলেট ডেস্ক;:
ওসমানীনগর উপজেলার তাজপুর মোল্লাপাড়া এলাকা থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে বিশেষ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মো. দুলাল আহমদ দক্ষিন সুরমার জালালপুরের খতিরা গ্রামের মৃত আব্দুল মোছাব্বিরের ছেলে। সে দায়রা নং-১৭৮৫/১৭, সিআর মামলা নং-৪৮/১৭, ধারা-এন.আই.এক্ট এর ১৩৮ এবং এক বছরের বিনাশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম।