ডায়ালসিলেট ডেস্ক ::
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের নবগঠিত কমিটির সভাপতি দেবব্রত ঘোষ চৌধুরী বাপ্পা ও সাধারণ সম্পাদক আনিস রাহমানসহ নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
বুধবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এক শুভেচ্ছা বার্তায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ তোহেল, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন বলেন, নতুন কমিটি ইমজাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। ইমজা পেশাদার সাংবাদিকদের বিচরণক্ষেত্রে পরিণত হবে এবং পেশার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাংবাদিকদের মধ্যে যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক আছে, তা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। বিজ্ঞপ্তি