ডায়ালসিলেট:: সিলেট নগরীতে আসার পথে জৈন্তাপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ধরা পড়েছে পিক আপভর্তি ভারতীয় চোরাচালান পণ্য।জব্দ হওয়া চোরাচালানে ছিল ভারতীয় কসমেটিক্স, জুতা,কাপড়সহ বিভিন্ন পণ্য।
বৃহস্পতিবার ভোরে উপজেলার হরিপুর লামা শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ডিআই পিক আপভর্তি (সিলেট মেট্রো-ন-১১-০৭৫৫) চোরাচালানটি জব্দ করা হয়। এসময় তিন চোরাকারবারি পালিয়ে যায়।
বৃহস্পতিবার বিকেলেগণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান।
তিনি জানান, জাফলং সীমান্ত দিয়ে চোরাচালান পন্য ভর্তি পিকাপ সিলেট নগীতে আসার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (উত্তর) পরিদর্শক সাইফুল আলমের নেতৃত্বে অভিযানে নামে পুলিশ।বৃহস্পতিবার ভোররাতে জৈন্তাপুরের শুক্রবাড়ি বাজারে চেকপোস্ট পরিচালানাকালে ডিবি পুলিশের উপস্থিতি দেখে চোরাচালানে জড়িত দ্রুত পিকআপ গাড়ি বিপরীত দিকে ঘুরিয়ে দ্রুত গতিতে হরিপুর বাজারের ভিতর দিয়ে লামা শ্যামপুর এলাকায় যেতে থাকে। ডিবি পুলিশের টিমও চোরাকারবারিদের পিছু নেয়।
একপর্যায়ে ভোর ৫টার দিকে চোরাকারবারিরা লামা শ্যামপুর মাদরাসার মাঠে পিকআপ (সিলেট মেট্রো-ন-১১-০৭৫৫) রেখে পালিয়ে যায়। পরে পুলিশ উপস্থিত লোকজনের সামনে পিকআপে থাকা চোরাচালান পণ্য জব্দ করে। উদ্ধারকৃত চোরাচালান পন্যের মধ্যে রয়েছে ভারতীয় কসমেটিক্স, জুতা,কাপড়সহ বিভিন্ন পণ্য। উদ্ধারকৃত চোরাচালান পন্যের আনুমানিক বাজার মূল্য দশ লক্ষাধিক টাকা। এছাড়াও জব্দকৃত পিকাপের মূল্য আনুমানিক এগার লাখ টাকা।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার (উত্তর) এসআই সুজিত চক্রবর্তী বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।