ডায়ালসিলেট ::
সিলেট নগরীর শেখঘাট এলাকা থেকে ২ ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব-৯।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়।
আটককৃতরা হলেন, কোতোয়ালি থানাধীন তোপখানা এলাকার মৃত আকরাম আলীর ছেলে রুবের আহম্মেদ (৩০) ও একই এলাকার ইদ্রিস আলীর ছেলে রুবেল আলী (২২)।
এদিকে আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এর আগে সকালে র্যাব-৯ সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় আটককৃতদের হস্তান্তর করে।