ডায়ালসিলেট ডেস্ক::

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা মাইজগাঁওয়ে একটি তেলবাহী ট্রেনের ৭ টি বগি লাইনচ্যুত হয়েছে। ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের মধ্যবর্তী গুতিগাঁও এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে করে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত ১২ টায় এই দুর্ঘটনা ঘটে। এসময় সিলেটগামী ওই ট্রেনটির ৮টি বগির মধ্যে ৭টি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে খালে পড়ে যায়। এতে করে সিলেট থেকে ঢাকাগামি উদয়ন ট্রেনটি আটকা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর লাইনচ্যুত বগি থেকে আশপাশ এলাকায় তেল ছড়িয়ে পড়েছে। এতে ওই এলাকায় বিরাজ করছে অগ্নিকাণ্ডের আতঙ্ক। অনাকাঙ্ক্ষিত অগ্নিকান্ড ঠেকাতে ও মানুষকে সরিয়ে নিতে এলাকায় মাইকিং করা হচ্ছে।

মাইজগাঁও রেল স্টেশনের স্টেশন মাস্টার মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ধারকারি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এলে বগি উদ্ধার কাজ শুরু হবে। ততক্ষণ পর্যন্ত সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *