ডায়ালসিলেট::

নগরের শাহী ঈদগাহ থেকে মোবাইল ফোন, নগদ টাকাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা ছিনতাইকারী বলে পুলিশ জানিয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় শাহী ঈদগাহ থেকে তাদেরকে আটক করে কতোয়ালি থানা পুলিশ।

সিলেট কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম আবু ফরহাদ এসআই, মোহাম্মদ জহিরুল ইসলাম ও অফিসার এবং ফোর্সদের সহায়তায় মোবাইল, নগদ টাকা ও ৯ ছিনতাইকারীকে আটক করা হয়। এসময় ছিনতাইকাজে ব্যবহৃত ধারালো চাকুও উদ্ধার করা হয়।

সিলেট কোতোয়লী মডেল থানার এসআই মোহাম্মদ জহিরুল ইসলাম বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন বিয়ানীবাজার উপজেলার আদিনাবাদের মৃত সুজন মিয়ার ছেলে রিফাত হাসান (২০), সিলেট নগরীর শাহী ঈদগাহের ইলিয়াস হোসেনের ছেলে সাইমান ইসলাম সাব্বির (১৯), নোয়াখালী জেলার মৃত দুলাল আহমের ছেলে সোহেব আহমেদ (১৮), নগরের খাসদবীর এলাকার জহিরুল ইসলামের ছেলে মো. জুমেল আহমদ (১৯), শাহী ঈদগাহের মো. আব্দুল আহাদের ছেলে মো. সারোয়ার সিদ্দিকী (২০), দিরাই থানার মধ্যপুর গ্রামের মজনু মিয়ার ছেলে মো. শাহ আলম (১৯), কুমিল্লা জেলার লাকসাম থানার আবুল হাসেমের ছেলে নাসির (১৯), শায়েস্থাগঞ্জ উপজেলার ধুলিয়াখাল মাহমুদপুরের মৃত সিরাজুল ইসলামের ছেলে হারুনুল ইসলাম (২৯), নেত্রকোনা জেলা আটপাড়া থানার খিলা গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. রিমন (৩০)।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *