ডায়ালসিলেট ডেস্ক::

দিরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর নড়াইল আদালতে একটি মামলায় ২ বছর সাজা ঘোষণায় প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুর ১২টায় দিরাই উপজেলা পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

বিক্ষোভ মিছিলটি স্থানীয় ছাত্রদলের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়।

পথসভায় উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রেজাউল করিম রিজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম, জুবায়েদ আলম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান শাহীন, হোসাইন মিয়া, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান মিয়া, যুগ্ম আহবায়ক অমিত হাসান, সাদিকুর রহমান সেজু, মুবিন চৌধুরী প্রমুখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *