ডায়ালসিলেট::
সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ায় প্রায় ২৯ ঘন্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে সিলেট থেকে উপবন এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে যাত্রার মাধ্যমে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল শুরু হয়।
রেলের সহকারী পরিচালক (অপারেশন) সাইদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে, বৃহস্পতিবার রাত বারোটার দিকে সিলেটের সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ে তেলবাহী ট্রেনের সাতটি ট্যাংকার লাইনচ্যুত হয়। দুমড়ে-মুচড়ে যায় রেললাইন ও ট্যাংকার। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় শিডিউল বিপর্যয়।
এরপর শুক্রবার সকাল থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ট্যাংকারগুলো উদ্ধার ও ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে।
দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি জানতে ৫ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।