বিনোদন ডেস্ক::বেজায় চটেছেন মালাইকা অরোরা। করোনাকালে মানুষজনের সতর্কতার অভাব দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি তিনি। ক্ষোভ প্রকাশের জন্য বেছে নিয়েছেন নেট-মাধ্যমকে। মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ড এলাকায় মানুষের ভিড় দেখে হতবাক বলিউডের এই গ্ল্যামারগার্ল। সেই ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করে তিনি প্রশ্ন করেন, করোনা আছে না নেই?
মালাইকার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, অসংখ্য মানুষ এবং গাড়ির ভিড় জমেছে ব্যান্ডস্ট্যান্ডে। অতিমারির সময়ে বিধি-নিষেধ ভুলে এতো মানুষের জমায়েত দেখেই রুষ্ট তিনি। কয়েক মাস আগে প্রেমিক অর্জুন কাপূরের সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছিলেন মালাইকা। দীর্ঘ দিন নিভৃতবাসে থেকে সুস্থও হয়ে উঠেছিলেন তিনি।

নিজের সন্তানদের থেকে দূরে থাকার অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছিলেন নেট-মাধ্যমে। লিখেছিলেন, ভালোবাসা সীমানা মানে না। সামাজিক দূরত্ব এবং নিভৃতবাসকে সঙ্গে নিয়েই, আমরা একে অপরের খোঁজ রেখেছি, দেখেছি এবং কথা বলেছি। আমার দুই সন্তানকে কিছু দিন জড়িয়ে ধরতে পারব না ভেবে কষ্ট হচ্ছিল, ওদের মিষ্টি মুখগুলো দেখে আমি মনে জোর পাচ্ছি। করোনায় আক্রান্ত হওয়ার পরে রিয়্যালিটি শো-এর বিচারকের আসন থেকেও কিছু দিনের জন্য সরে গিয়েছিলেন মালাইকা। তার পরিবর্তে সাময়িক ভাবে সেই দায়িত্ব পালন করেছিলেন নোরা ফাতেহি। সুস্থ হয়ে আবার স্ব-মহিমায় শুটিং ফ্লোরে ফেরেন মালাইকা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *