ডায়ালসিলেট ডেস্ক ::
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের ছবি তুলতে গিয়ে নির্যাতনের শিকার কামাল হোসেনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে পরিবেশ উন্নয়ন সংস্থা।
মঙ্গলবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সংস্থা আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান। ১ ফেব্রুয়ারি তাইফুরের যাদুকাটা নদীতে অবৈধ বা পেপার কেটে বালি উত্তোলনের ছবি তুলতে গিয়ে বালু পাথর কুচক্রের নির্যাতনের শিকার হন দৈনিক সংবাদ-এর তাহিরপুর প্রতিনিধি কামাল হোসেন।
ঘটনার আট দিন পর এখন পর্যন্ত এজহারভুক্ত পাঁচ আসামির মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে। তাই বাকি আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মানববন্ধনে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধন এর শুরুতে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, একটি প্রভাবশালী গোষ্ঠী দীর্ঘদিন যাবৎ যাদুকাটা নদীর পাহাড় কেটে বালু পাথর উত্তোলন করছে।
এতে নদী তীরবর্তী অনেকগুলো গ্রাম নদীগর্ভে তলিয়ে যাওয়ার হুমকিতে রয়েছে। অবৈধভাবে পাহাড় কেটে বিপুল অর্থ-বিত্তের মালিক হওয়া এই চক্রটি এখন আর কোন কিছুর তোয়াক্কা করছে না। তাই একজন সাংবাদিক ছবি তুলতে গেলে তাকে গাছে বেঁধে মারপিট করার মতো সাহস পাচ্ছে। এই ঘটনা ঘটিয়ে যদি তারা পার পেয়ে যায় তাহলে ভবিষ্যতে আর কেউ এমন ঘটনার প্রতিবাদ করতে পারবে না। এজন্য এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। একই সাথে যাদুকাটা নদীর পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বালু পাথর উত্তোলন বন্ধ থাকায় বেকার হয়ে পড়া শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের দাবি জানাই।’
আয়োজক সংগঠনের সভাপতি কাসমির রেজা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীযূষ পুরকায়স্থ টিটু’র সঞ্চালনায় উক্ত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু,  সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি শেখ নাসির, সহ-সভাপতি ইউসুফ আলী,  ইমজা সাধারণ সম্পাদক আনিস রহমান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বেলার ফিল্ড অফিসার আল আমিন, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি জ্যোতিষ মজুমদার, নারী উদ্যোক্তা ফার্মিস আক্তার, লেখক কলামিস্ট গোলাম সারোয়ার, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ রজত ভূষণ সরকার,  সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কাশেম, ছড়াকার ঋষিকেশ রায় শংকর, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট এর সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, ফটো সাংবাদিক আনিস মাহমুদ, মোজাম্মেল হক , প্রভাষক মোঃ মাহবুবুর রউফ নয়ন, তায়েব আহমেদ জয়, শাকিল আহমেদ প্রমুখ।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *