বিনোদন ডেসক;:ফটোশ্যুটে হট লুকে দেখা দিলেনে বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। একটি ম্যাগাজিনের জন্য অভিনেত্রী এভাবে ধরা দিয়েছেন। এরইমধ্যে এমন রুপে নজর কাড়লেন সবার। ডিজাইনার ফাল্গুনী ও শানে পিকক-এর ডিজাইন করা পোশাক পরে ফটোশ্যুট করেন তিনি। একাধিক এথনিক পোশাকে মোহময়ী দেখাচ্ছিল তাকে। ২০১৫ সালে ‘দম লাগাকে হাইসা’ ছবিতে প্রথম অভিনয়ে নজর কেড়েছিলেন। তবে তারপর ২১ কিলো ওজন কমিয়ে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী। প্রসঙ্গত শেষবার ‘বধাই হো’ ছবিতে দেখা যায় ভূমি পেডনেকর-কে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *