স্পোর্টস ডেস্ক;;তৃতীয় সন্তানের বাবা হতে চলা সাকিব আল হাসানকে নিউজিল্যান্ড সফরে পাবে না বাংলাদেশ। সাকিবের জায়গায় একজন স্পিনিং অলরাউন্ডারকেই ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল ঘোষিত ২০ সদস্যের দলে জায়গা পেয়েছেন মোসদ্দেক হোসেন। ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ সালের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে। একই বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে খেলেছেন শেষ টি-টোয়েন্টি। টানা ব্যর্থতার পরও সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। অভিষেকের অপেক্ষায় থাকা পেসার শরিফুল ইসলাম ও স্পিনার নাসুম আহমেদও যাচ্ছেন নিউজিল্যান্ড সফরে। তবে জায়গা হয়নি তাইজুল ইসলামের।
মোহাম্মদ সাইফ উদ্দিনসহ ২০ সদস্যের স্কোয়াডে পেসার রয়েছেন ৭ জন। নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। দুই সিরিজের জন্য একত্রে দল ঘোষণা করেছে বিসিবি। দলে উল্লেখযোগ্য পরিবর্তন নেই তেমন। বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে গত বছরের মার্চে। জিম্বাবুয়ের বিপক্ষে হওয়া সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও পেসার শফিউল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে স্কোয়াডে থেকেও ম্যাচ খেলার সুযোগ না পাওয়া আফিফ হোসেন, শেখ মাহেদী হাসানরা আছেন এই সফরেও।
মোসাদ্দেক হোসেনের দলে ফেরা নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমরা সাকিবের জায়গায় একজন ব্যাটে-বলে পারদর্শী ক্রিকেটার চাচ্ছিলাম। সে জায়গায় মোসাদ্দেককেই আমাদের পছন্দ।’ এখনো কোন ম্যাচ খেলেননি নাসুম আহমেদ। ২৬ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার নিউজিল্যান্ড সফরের দলে রয়েছেন টি-টোয়েন্টি বিবেচনায়। নাসুমকে নিয়ে মিনহাজুল আবেদীন বলেন, ‘অনেক আগে থেকেই নাসুম আমাদের পরিকল্পনায় রয়েছে। নাসুমকে আমরা টি-টোয়েন্টির জন্য দলে নিয়েছি।’
২০শে মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ ক্রাইস্টচার্চ (২৩ মার্চ) ও ওয়েলিংটনে (২৬ মার্চ)। একদিন বিরতি দিয়ে ২৮শে মার্চ হ্যামিল্টনে প্রথম টি-টোয়েন্টি। ৩০শে মার্চ নেপিয়ারে দ্বিতীয় এবং ১লা এপ্রিল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অকল্যান্ডে। কিউইদের বিপক্ষে সিরিজ আগামী মাসে শুরু হলেও বাড়তি অনুশীলন ও কোয়ারেন্টিন ইস্যুতে আগামী মঙ্গলবার রওনা হবে বাংলাদেশ দল। সেখানে ৪ দিন ঘরবন্দী কোয়ারেন্টিনে থাকতে হবে ক্রিকেটারদের। এরপর ঘর থেকে মুক্তি পেলেও আরও ১০ দিন অনুশীলন করতে হবে নিজেদের মধ্যেই। তার পর পুরো মুক্তি। কুইন্সটাউনে তখন ৫ দিনের ক্যাম্প করবে দল।
নিউজিল্যান্ড সিরিজের বাংলাদেশ দল
তামিম ইকবাল (ওয়ানডে অধিনায়ক), মাহমুদ উল্লাহ (টি-টোয়েন্টি অধিনায়ক), মুশফিকুর রহীম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মাহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।