খেলাধুলা ডেস্ক::
ক্রিকেটের সবচেয়ে বড় ভেন্যু এখন মোতেরার সর্দার প্যাটেল স্টেডিয়াম। নতুন রূপে গড়ে ওঠা এক লাখ ১০ হাজার দর্শকের এই স্টেডিয়ামে গোলাপি বলের দিবারাত্রির টেস্টে আজ ইংল্যান্ডের মুখোমুখি ভারত।
সিরিজে ১-১ সমতা থাকায় বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। এখানেই আবার শততম টেস্ট খেলতে নামছেন ইশান্ত শর্মা। এত বড় স্টেডিয়ামের অভিষেকে দিবা-রাত্রির টেস্ট নিয়ে অনেক বেশি উত্তেজনা বইছে ২ দলের খেলোয়াড়দের মধ্যে। নিজের বাহিনী নিয়ে শনিবার ঘুরে ঘুরে স্টেডিয়ামটি পর্যবেক্ষণ করে গেছেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি ।
স্টেডিয়ামটি প্রসঙ্গে ভারতের রোহিত শর্মা বলেন, ‘এত বড় স্টেডিয়ামে খেলার সৌভাগ্য হবে ভাবতেই পারিনি। আমি রোমাঞ্চিত। এ মাঠে নামতে মুখিয়ে আছি। তবে এই খুশিতে ভুলে যাওয়া চলবে না যে, ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য এক পা দিয়ে রাখতে আমরা জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না। এছাড়া দিবা-রাত্রির ম্যাচ হওয়ায় আমরা বেশ সতর্ক।’
২৪ ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় টেস্টের সুবাদেই বিশ্বকে সরদার প্যাটেল স্টেডিয়ামের বিশালত্ব দেখানোর সুযোগ পাচ্ছে ভারত। গোলাপি বলের ক্রিকেট দিয়ে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম।
এ কারণে ভাগ্যকেও পাশে চাইছেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি , ‘লাল বলের চেয়ে গোলাপি বল একটু বেশি সুইং করে। নতুন গোলাপি বলে ব্যাট করা অনেক বেশি চ্যালেঞ্জিং। সন্ধ্যার সময়টা খুবই কঠিন। আমরা সে অনুযায়ী প্রস্তুত হচ্ছি।
আশা করি, আগামী টেস্টগুলোয় ভালো সমর্থন পাব। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম পেয়ে আমরা গর্বিত। আমরা সবাই এখানে খেলতে পেরে উচ্ছ্বসিত।’