ডায়াল সিলেট ডেস্ক::
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ) সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটি। রোববার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধা জানান বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের সমন্বয়কারী বিপিডিএ ডাঃ আলী আকবর, কেন্দ্রীয় কমিটির ধর্মীয় বিষয়ক সাংগঠনিক সম্পাদক বিপিডিএ ডাঃ মাওলানা মো. নাসির উদ্দীন, বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ)র সিলেট বিভাগীয় আহ্বায়ক বিপিডিএ ডাক্তার নান্টু দেবনাথ, সদস্য সচিব বিপিডিএ ডাক্তার সুমন কান্তি ধর, যুগ্ম আহ্বায়ক বিপিডিএ ডাঃ যুবায়ের আহমদ জুবেল, যুগ্ম আহ্বায়ক বিপিডিএ ডাঃ শেখর কান্তি ধর পুলক, সিলেট জেলা সদস্য সচিব বিপিডিএ ডাঃ এম এ হান্নান প্রমুখ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ) সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।