করোনার সংক্রমণে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সাইদুর রহমান (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিভাগের প্রফেসর ড. রশিদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ১ মাস ১০ দিন আগে সাইদুর রহমান ও তাঁর স্ত্রী সিরাতি জান্নাত খুশবুর করোনা শনাক্ত হয়। স্ত্রী সুস্থ হলেও সাইদুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে তাঁকে ১ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত পরশু অবস্থার আরও অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে ভোর ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভিসি, শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি ও ইবিসাস সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রসংগঠনগুলো।