ডায়ালসিলেট::

ঢাকা-সিলেট মহাসড়ক দক্ষিণ সুরমার রশিদপুরে নামকস্থানে এনা পরিবহন-লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় প্রায় অর্থশতাধিক লোক আহত হয়েছেন বলে জানা গেছে।আর নিহত হয়েছেন ১১জন।

জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে রশিদপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস ঢাকা মেট্রো-ব, ১৫-৩১৭৬, সিলেট থেকে ঢাকামুখি এনা পরিবহন ঢাকা মেট্রো ব,১৪-৭৩১১

লন্ডন এক্সপ্রেসের যাত্রী জসিম আহমদ জানান,ঢাকা থেকে আসার বার বার গাড়ির চালক ওভারটেক করছিলেন।কয়েকবার সর্তক করেছিলেন। কিন্তু কথা শুনেননি।

সুমন নামে আরেকজন জানান, গাড়িতে যাত্রী ছিলেন ২৮জন। তাদের সবাই আহত হয়েছেন।

এব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি,মো.মনিরুল ইসলাম বলেন ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ডিডি কুপাত আলী সরকার বলেন, ঘটনাস্থল থেকে আমরা এসে ১০জনকে উদ্ধার করেছি,তারমধ্যে ৭জন নিহত রয়েছেন।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *