ডায়ালসিলেট::

সিলেটে পাকিস্তানের সুপার লীগের ম্যাচ নিয়ে জুয়ার আসর চলাকালে ১৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলায় ঝটিকা অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, রোববার রাতে সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকার আমিন মিয়ার কলোনির থেকে নেক্সার মিয়ার দোকানে টেলিভিশনে চলা পাকিস্তান সুপার লিগের করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স-এর টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ ঘিরে জুয়া খেলায় মত্ত ছিলেন ১৫ জুয়াড়ি। এমন সংবাদ পেয়ে রাত ১০টার দিকে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১৫ জুয়াড়িকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, রুবেল আহমদ (২৬), সোহাগ শেখ (৩৯), মো. আলমঙ্গীর (৩৫), রফিক আহমদ (২৭), মো. আবুল হাসান (২৪), মো. ইমাম হোসেন (২০), রিপন মালাকার (২৯), জামাল মিয়া (৩০), কবির আহমদ (৩০), জগলু আহমদ জুয়েল (৩২), রুবেল আহমদ (২৪), শাহজাহান মিয়া (২৮), মিসবাউর রহমান (৩০), আলমঙ্গীর আহমদ (২০), ও লিমন আহমদ (২৬)।

দক্ষিণ সুরমার থানার এসআই স্নেহাশীষ পৈত্য, এএসআই মো. মোখলেছুর রহমান, এএসআই মো. শামীম, এএসআই আপন মিয়া, কনস্টেবল আবুল কালাম, নাহিদ, জিয়া ও শফিক মিয়া অভিযানে নেতৃত্ব দেন।

পুলিশ সুত্র জানায়, নেক্সার মিয়ার দোকানে পাকিস্তান সুপার লিগের বিভিন্ন ম্যাচ ঘিরে বড় বড় জুয়ার আসর বসে। এসব জুয়ার আসরে ম্যাচ চলাকালীন টাকার বিনিময়ে খেলার ফলাফল ও বলপ্রতি ছয়-চার এবং উইকেট পতনের আগাম ঘোষণা দিয়ে ন্যুনতম ২০ থেকে ১শ টাকা পর্যন্ত বাজি ধরা হয়। যা আইনত দণ্ডনীয় অপরাধ।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা (নং-১) দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *