ডায়ালসিলেট::

দক্ষিণ সুরমার মধ্য  লালাবাজারে  শুভ উদ্ভোধন করা হয়েছে  নুর এন্ড সন্স ক্লথ ষ্টোরের।গত ২৬২৬ ফেব্রুয়ারি রোজ শুক্রবার বাদ আছর টেংরা রোড মধ্যলালাবাজার লুৎফর রহমান মার্কেট ১নং দোকান।নুর এন্ড সন্স ক্লথ ষ্টোর উদ্ভোধন কালে উপস্থিত ছিলেন,৬নং লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী,লালাবাজার ল্যান্ডমার্ক সপিংকমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি সুরমান আলী,লালাবাজার ইউকে বাংলা ব্রাঞ্ছ এর আবু বকর,  বাংলাদের ব্যাংক তালতলা শাখার ব্যাংকার আল  জাহান,বিবিদইল আবু দউলত মাদ্রাসার শিক্ষক আব্দুল কাদির,তহির আলী উচ্চ বিদ্যালয় শিক্ষক আব্দুল কুদ্দুস,স্টোর লালা বাজার,চয়েজ ক্লথ স্টোরের ব্যবসায়ী চুনু মিয়া,রহমান মার্কেট  কতৃপক্ষ লুৎফুর রহমান,সিলেট কাজী ম্যানশনের ব্যবসায়ী সোহেল আহমদ,ল্যান্ডমার্ক সপিংকমপ্লেক্স ব্যবসায়ী সুমেল আহমেদ, সহ লালাবাজারের ব্যবসায়ি এবং অতিতিবৃন্দ প্রমুখ।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *