ডায়ালসিলেট ডেস্ক::

যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর আলী (৫২) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। রবিবার রাত পৌনে ৯টার দিকে ইউনিয়নের বাবুহাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন তার ছেলে ইব্রাহিম (১৭)। তাকে খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, শুভরাড়া ইউনিয়নের বাবুবাজারে গুলিবিদ্ধ হয়ে ইউপি সদস্য খুন হয়েছেন। পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে রওনা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নেতা নূর আলী ও তার ছেলে মোটরসাইকেল নিয়ে অভয়নগরের শিল্পশহর নওয়াপাড়া থেকে গ্রামে ফিরছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন ছেলে ইব্রাহিম। রাত পৌনে ৯টার দিকে নিজ ইউনিয়নের বাবুহাটের কাছে পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা নূর আলীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি চালালে তিনি ঘটনাস্থলে নিহত হন। ছেলের পায়েও গুলি করেন দুর্বৃত্তরা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *