ডায়ালসিলেট ডেস্ক ::
সিলেটে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ জন রোগী। আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে গত ২৪ঘন্টায় করোনায় সনাক্ত হওয়ার রোগীর সংখ্যার কথা নিশ্চিত করা হয়।
এতে আক্রান্তদের মধ্যে সিলেটে জেলার ৫৬ জন, হবিগঞ্জে ১ জন। এ নিয়ে সিলেট বিভাগজুড়ে করোনা আক্রান্তে মোট শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৯৮১জন। এর মধ্যে সিলেট জেলায় ১০হাজার ৪০০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৭১, হবিগঞ্জে ২হাজার ২৬ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৯৮৪ জন।
এদিকে, করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ২৮৩ জন। এর মধ্যে সিলেটে ২১৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে ২৩ জন মৃত্যুবরণ করেছেন।
এ পর্যন্ত করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৯৮৮জন। এর মধ্যে সিলেটে ৯হাজার৮৪৩ জন, সুনামগঞ্জ ২ হাজার ৫২৯জন, হবিগঞ্জ ১ হাজার ৬৯৪জন এবং মৌলভীবাজারে ১হাজার ৯২২ জন।